করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ , শোক জ্ঞাপন মুখ‍্যমন্ত্রীর

24th June 2020 1:00 pm কলকাতা
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ , শোক জ্ঞাপন মুখ‍্যমন্ত্রীর


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : দিন কয়েক আগেই নবান্নে বসে আশঙ্কার কথা শুনিয়েছিলেন মুখ‍্যমন্ত্রী । সুজিত বসু সুস্থ হলেও তমোনাশ ঘোষ এর অবস্থা যে জটিল তা প্রকাশ করেছিলেন তিনি । অবশেষে সেই আশঙ্কাই সত‍্যে পরিণত হল । আপ্রাণ চেষ্টা করেও হার মানলেন চিকিৎসকরা । করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ফলতার তিনবার এর তৃণমূল বিধায়ক তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্ৰেসের কোষাধ‍্যক্ষ তমোনাশ ঘোষ । খবর এসে পৌঁছাতেই শোকস্তব্ধ শাসকশিবির । টুইটারে শোক জ্ঞাপন করেছেন দলনেত্রী তথা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় । ১৯৯৮ সাল থেকে দলের সাথে ওতোপ্রতোভাবে জড়িত ছিলেন তিনি । মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এর বহু আন্দোলনের সাক্ষী । গুরুদায়িত্ব সামলেছেন দলের । বিরোধী দল থেকে শাসক দলে পরিণত হবার পর আরো দায়িত্ব দিয়েছিলেন দলনেত্রী । ধীরে ধীরে দল বড় হয়েছে সকলের সাথে যোগসূত্র বেড়েছে । তৃণমূল কংগ্ৰেসের কোষাধ‍্যক্ষ পদ সামলেছেন তিনি । তার প্রয়াণে দলের অপূরণীয় ক্ষতি বলেছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায় । পরিবারে স্ত্রী সহ অনান‍্যদের সমবেদনা জানিয়েছেন তিনি । যেহেতু করোনা আক্রান্ত হয়ে মৃত‍্যু স্বাস্থ‍্য দপ্তরের নির্দেশ মেনেই শেষ কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে । 

ইএম বাইপাসের একটি চিকিৎসাকেন্দ্রে মারা যান তিনি । ফলতার বিধায়ক হলেও থাকতেন কালীঘাটে । গত ২৩ শে মে শ্বাসকষ্ট সহ আরো একাধিক সমস‍্যা নিয়ে তিনি ভর্তি হন । করোনার সংক্রমণ ছিল । মৃত‍্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর । মুখ‍্যমন্ত্রী ছাড়াও বিধায়কের মৃত‍্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ‍্যপাল ও ।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।